Skip to main content

Posts

Showing posts from June, 2016

দ্য রয়াল ড্রিম ব্লোয়ার, রোয়াল্ড ডালের ভাল দৈত্যের গল্প

দ্য রয়াল ড্রিম ব্লোয়ার শাশ্বত কর এই নামেই কিন্তু শেষ অবধি ডাকতে ইচ্ছে করবে তাকে । যদিও সে এক মস্ত দৈত্য ! যদিও সে নিশুত রাতে আবছা জোছনার সড়ক পথে মস্ত কালো ছায়া ! যদিও তার হাতে তখন ধামসা সুটকেস আর ছিপছিপে ট্রাম্পেট ! যদিও তার কারনামা দেখে ফেললে সে ছোট্ট বাচ্চাকেও রেয়াত করে না ! যেমন তেমন করে ধরে নিয়ে যায় , তবুও ! যেমন নিয়েছিল ছোট্ট সোনা সোফিকে ! দোষ কি ছিল তার ? কিচ্ছু না ! কেবল চাঁদের আলোয় ঘুম না আসায় জানালার পর্দা আটকাতে গিয়ে দেখে ফেলেছিল ! তাই বলে অমন করে রাত পোশাকেই কম্বল পেঁচিয়ে ধা ! ধা বলে ধা ! সে এমন ছুট যে হাওয়ায় মাথা বেঁকে যায় , চারপাশ ব্লার্ড ! এক এক লাফে ডজন নদী , চওড়া জঙ্গল , তেপান্তর পার ! ছুটতে ছুটতে ভোরের সময় এক ঊষর দেশ ! সেখানে গাছ নেই , বাড়ি নেই , কেবল ফাটল ধরা পাহাড় ! সেখানে মাটির নিচে অন্ধকার গুহা ! গুহার মুখে মস্ত পাথরের আগল ! সে কিনা দু আঙুলে সোফিকে তুলে বসিয়ে দিলে দৈত্যাকার এক টেবিলে ! সোফি তো শেষ ! এই বুঝি গপ করে গিলেই ফেলল দৈত্য ! কিন্তু এ দৈত্য তো সে দৈত্য নয় । এ যে বন্ধু , ভাল ! ভাবছ , দৈত্য কি আবার ভাল হয় ? কেন হয় না ? অস্কার ওয়