Featured Post

বর্ষ শেষ, থার্মোডিনামিক্সের প্রথম সূত্র আর সাধারণ জীবন

  শাশ্বত কর       বর্ষশেষের সূর্য অস্ত যাচ্ছে। শীত তো পড়েছে। লাল সোয়েটার, মোজা, মাঙ্কিক্যাপে জুবুথুবু বৃদ্ধ সূর্য অস্ত যাচ্ছেন। যা...

Friday, October 9, 2015

কাঠের উনুন









কাঠের উনোনে ভাত রানছে ফজুকাকা
পাকা হলদে কঞ্চি
অবাধ্য আগাছাকে ঠেসে দিচ্ছে আগুনের গায়ে


Add caption
বিন্দু বিন্দু হলুদ
প্রাণ হয়ে সশব্দে ঊর্ধ্বমুখী,
এলোচুলে তার উবলানো পায়েসের স্মৃতি।

স্বাধীন ঈশ্বরকণাকে ডাকতাম মামাবাড়ি বলে
সেখানে বারবাড়ির উঠোন
তাতে পিঁড়ি পেতে দাদি
শহুরে নাতির লেগে আদর জ্বাল দেন।

তিনমহলা মামাবাড়িতে উনোনটা আর নেই।
সুগন্ধী বাষ্পে জ্বালাধরা চোখে আজ
দাদি পিঁড়ি পাতেন, আর বাজিকরের শূন্যবোর্ডে লেখা হয়ঃ

           'আসো বাবু... রস খাবানা?'


'তোমায় যা বলার আছে' (যাপনচিত্র,২০১২) বইটিতে প্রকাশিত।।