Featured Post

বর্ষ শেষ, থার্মোডিনামিক্সের প্রথম সূত্র আর সাধারণ জীবন

  শাশ্বত কর       বর্ষশেষের সূর্য অস্ত যাচ্ছে। শীত তো পড়েছে। লাল সোয়েটার, মোজা, মাঙ্কিক্যাপে জুবুথুবু বৃদ্ধ সূর্য অস্ত যাচ্ছেন। যা...

Saturday, February 9, 2019

বেহড়ের আনাচ কানাচ শুলুক সন্ধানের নয়া সম্বল- ‘আবার চম্বল’

বেহড়ের আনাচ কানাচ শুলুক সন্ধানের নয়া সম্বল- ‘আবার চম্বল’
শাশ্বত কর






‘কিতনে কপি থে?’
‘বহোত থে সর্দার!’
‘সারে বিক গয়ে?’
‘হাঁ সর্দার!’
‘কেয়া সমঝে থে, এক ভি কপি না মিলনে পর সর্দার খুশ হোগা! সাবাসি দেগা!’
‘হামনে চম্বল কা কাহানি ছাপে হ্যায় সর্দার! বেহড় কা খানা ভি খায়ে’.
‘তো আব......................!’

বলা যায় না, আসন্ন বইমেলায় শুভেন্দু দেবনাথের ‘আবার চম্বল’-এর মারকাটারি বিক্রিবাট্টার পর হয় তো প্রকাশক আর সর্দারের এমনি কথোপকথন হলেও হতে পারে। খুব অসম্ভব কিছু নয়। যে পরিশ্রম করে শুভেন্দু তার এই বইটি পাঠকের হাতে তুলে দিয়েছেন, তাতে পাঠক তার সমাদর করবে বলেই তো মনে হয়।
চম্বল নিয়ে মানুষের আগ্রহ তো আর কম কিছু নয়। তবে বাংলায় তার প্রামাণ্য পুস্তক হাতে গোণা। বলা যায় প্রকাশক হাওয়াকল সেই দায়টি সুচারুভাবে সম্পন্ন করেছেন।
গ্রন্থটি মহাভারত থেকে খুঁজে পাওয়া চম্বল নদীর অববাহিকা অথবা বেহড়ের ইতিহাস ভূগোল নিয়ে শুরু হলেও সে কেবল গৌরচন্দ্রিকা মাত্র। আসলে এ এক অভিযাত্রার কথা। পিলে চমকানো সব বেহড় কাঁপানো সিংহ সিংহীর ডেরায় ডেরায় এক আপাত নিরীহ সাংবাদিকের অনুসন্ধান। লেখার গঠন আর বাঁধন অনায়াসে ট্রাভেলগ উৎরে উপন্যাসের স্বাদ দেয়।
খেটেছেন লেখক। চম্বল অববাহিকা প্রচুর শুলুক সন্ধান করেছেন। একটি পত্রিকার হয়ে স্টোরি করতে গিয়ে অসংখ্য জীবন্ত স্টোরির সামনা সামনি হয়ে কখনও বিভ্রান্ত হয়েছেন মিথ আর বাস্তব, খবর আর সত্যের ফারাক দেখে। রোমাঞ্চিত হয়েছেন, কষ্টে কেঁদেছেন। বেহড়ের কোলে রাত কাটিয়েছেন। পাশ দিয়ে চলে যেতে দেখেছেন অজগর! জ্যোৎস্না রাতে একা বেহড়ে শুনেছেন হাড় হিম করা শিসের অপার্থিব শব্দ! বেহড়ের টিলায় টিলায় মাটির খোঁদলে মাতাল হাওয়ার দামালপনা দেখেছেন। কখনও দাগীর মোটরবাইকে, কখনো ট্রেকারের মাথায়, কখনো জিপে সওয়ারি হয়েছেন অভিযাত্রী সাংবাদিক। রাইফেল হাতে গালপাট্টা সব ত্রাসের সামনাসামনি সাক্ষাৎকার নিয়েছেন। দস্যু সর্দারের মন্দিরে যেমন হাজির হয়েছেন, তেমনি মায়াময়ী দস্যুরানির অনন্য শরীরী আবেদনের সামনাসামনি হয়েছেন। হাত থেকে শুরু করে কানে সুড়সুড়ি পেরিয়ে রাতের ‘খাতিরদারি’র প্রস্তাব আলগোছে সরিয়ে রেখেছেন। বেহড়ের চাঁদনিতে পানীয়ের গেলাসে চুমুক দিতে দিতে দস্যু সম্রাজ্ঞীর মুখে শুনেছেন, “সাহাব জঙলী আদমখোর উতনি জালিম নেহি হোতি হ্যায় জিতনি জঙ্গল কে বাহার লোগ হোতে হ্যায়!”
খুন কে বদলা খুন! চম্বলের এই প্রাচীন প্রবাদের অনুসন্ধান করতে এসে মন নিংড়ে নেওয়া সব সত্যি থেকে শুরু করে কামোল্লাস আর ব্যাভিচারের চরম ছবির যেমন যেমন মুখোমুখি হয়েছেন, ঠিক তেমনই ছবি যেন তুলে ধরেছেন লেখক। এখানেই তার মুন্সিয়ানা।
আর আলাদা করে নাম করতেই হয় প্রচ্ছদ শিল্পী বিতান চক্রবর্তীর। বেহড়ের এক খন্ডহরের সেপিয়া টোন আর রাইফেলের খঁজে চম্বলের ক্যালিগ্রাফি সত্যিই অনবদ্য!
চম্বলে আগ্রহী পাঠককুল অবশ্যই সংগ্রহ করতে পারেন। আর অ্যাডভেঞ্চার অথবা মানবিক উপাখ্যানের প্রত্যাশীরাও হাতে তুলে দেখতে পারেন, দেখবেন আর হয় তো নামিয়ে রাখতে ইচ্ছে করবে না! চম্বলের ম্যাজিক!



আবার চম্বল। লেখকঃ শুভেন্দু দেবনাথ। প্রকাশকঃ হাওয়াকল । মূল্যঃ ৩৫০ টাকা