ঝমঝম- নিটোল অথচ নির্ভার একটি কাহিনি সুদিন চট্টোপাধ্যায় ছোটোদের জগৎ এখন আর ছড়া-ছবি, গল্প-গাঁথার একচ্ছত্র দখলে নেই। কেউ কেউ বলেন আধুনিকতার আগ্রাসনে শৈশব এখন লুপ্তপ্রায় । সেই ফাঁকা জায়গাটা ভরিয়ে তুলে হারানো দিনগুলোর মাধুর্য ও মায়াময়তা ফিরিয়ে দেওয়ার জন্যে স্নেহভাজন শাশ্বত কর কলম খুলে লিখে ফেলেছে 'ঝমঝম'। শাশ্বত'র কবিতা পড়েছি অনেক, স্বাদু গদ্যেও সে সমান সাবলীল , কিন্তু তার শিশু ও কিশোরভোগ্য ছমছমে, ঝমঝমে লেখা পড়লাম এই প্রথম এবং বলাই বাহুল্য আমাকেও ও শেষ পর্যন্ত টেনে নিয়ে গেলো ওর গল্পবলার যাদুতে। নিটোল অথচ নির্ভার একটি কাহিনি, কতো বিচিত্র চরিত্রের যে আনাগোনা, সিন্দুক ভর্তি রহস্য আর তার খোঁজে পালং, পিড়িং, তিড়িং সকলে নাস্তানাবুদ । বিষাদ, সরলতা, কপট গাম্ভীর্য, হৈচৈ, হাসির উচ্ছ্বাস এমনই যে তা শেষ পর্যন্ত ঝমঝম সেলুনের গগন কাকাকেও হাসিতে ভাসিয়ে দেয়। শাশ্বতকে নবীন লেখক বলবো না। যথেষ্ট পরিণত বিন্যাসেই সে ছোটোদের বন্দি করে ফেলেছে তার মজাদার কাহিনির অক্ষরমালায়। সাহিত্য-সংগীতের দুনিয়ায় ক্ষুদেরা আজ উপেক্ষিত,
শাশ্বত করের লেখালেখির অ্যালবাম