কাঠের উনোনে ভাত রানছে ফজুকাকা
পাকা হলদে কঞ্চি
অবাধ্য আগাছাকে ঠেসে দিচ্ছে আগুনের গায়ে
Add caption |
প্রাণ হয়ে সশব্দে ঊর্ধ্বমুখী,
এলোচুলে তার উবলানো পায়েসের স্মৃতি।
স্বাধীন ঈশ্বরকণাকে ডাকতাম মামাবাড়ি বলে
সেখানে বারবাড়ির উঠোন
তাতে পিঁড়ি পেতে দাদি
শহুরে নাতির লেগে আদর জ্বাল দেন।
তিনমহলা মামাবাড়িতে উনোনটা আর নেই।
সুগন্ধী বাষ্পে জ্বালাধরা চোখে আজ
দাদি পিঁড়ি পাতেন, আর বাজিকরের শূন্যবোর্ডে লেখা হয়ঃ
'আসো বাবু... রস খাবানা?'
'তোমায় যা বলার আছে' (যাপনচিত্র,২০১২) বইটিতে প্রকাশিত।।
Comments
Post a Comment