‘ ঝমঝম ’- একটি সুন্দর সুখপাঠ্য বই মিতা চক্রবর্ত্তী মিতা চক্রবর্ত্তী, পাশে ছাত্র স্যমন্তক ‘ ঝ মঝম ’ একটি সুন্দর সুখপাঠ্য বই । ছোট ছোট অধ্যায়গুলি আদতে প্রায় স্বয়ং সম্পূর্ণ গল্প । এই ছোট ছোট গল্পকে সুতোয় বেঁধে যে মূল কাহিনি বিন্যাস তা আগাগোড়া মনকে আকর্ষণ করে । বইটির মুখবন্ধে (‘ গপ্প শুরুর আগে ’) লেখক বলেছেন যে তার ‘ মাথার ভিতরে যে কাহিনি জাল বুনেছিল তাকে তিনি খাতায় কলমে ’ এবং অক্ষরে রূপ দিয়েছেন । বইটি পড়া শেষ করে উপলব্ধি করা যায় লেখকের কাহিনির জাল যথেষ্ট শক্তিশালী । কল্পবিজ্ঞানের সাথে নেট প্রযুক্তির তথ্য ও বিজ্ঞানের বিভিন্ন শাখার অপূর্ব সুন্দর মিশেল ও সহজ সরল ভাষায় তার বিবরণ পাঠকের কল্পনাকে উজ্জীবিত করে । এর সাথে গ্রাম ও গ্রামের মানুষজন , তাদের সুখ দুঃখ যেন আমাদের চারপাশে রোজকার দেখা রোজনামচা । কাহিনির যে মূল চরিত্র ‘ বাবিন ’, তার হাত ধরে নানা চমকদার , অনুভূতিশীল সব ঘটনার মধ্য দিয়ে পাঠক একটি শাশ্বত সত্যে উপনীত হয় । এই সত্যটি হল ভালবাসা ও ...
শাশ্বত করের লেখালেখির অ্যালবাম