শাশ্বত করের প্রথম উপন্যাস 'ঝমঝম- কিছু কথা
সুব্রত বসু
একজন লেখকের সবচেয়ে বড়ো প্রাপ্তি হলো, সৎ পাঠকের প্রতিক্রিয়া। চেষ্টা করছি সঠিক মূল্যায়নের। একজন মানুষ কখনই একা নয়। প্রথমত তাঁর সমস্ত ঊর্ধতণ পুর্বপুরুষ তাঁর আত্মার আত্মীয়, তেনারা তাকে অন্ধকারে পথ দেখান, বুকে বল যোগান| দ্বিতীয়ত, আত্মার শেষলক্ষ্য হলো পরমাত্মায় মিলিত হওয়া। একথা আমার গুরু বলেছেন, তাঁর বিভিন্ন বইতে, একাধিকবার| আমার গুরুর লেখনিতে বারবার উঠে আসে নির্লোভ, মেরুদন্ডওলা মানুষদের গল্প, খালি হাতে নতুন জীবন গড়তে আসা মানুষদের গল্প| এই গল্প গুলো আমাদের প্রেরণা দেয়, বাঁচতে শেখায়। তিনি বারংবার বলেছেনঃ সমস্ত যন্ত্রশক্তির চেয়ে মানবশক্তি অনেক বেশী বলশালী। আমার গুরুর আর এক বিশেষত্ব হলো, ভাষার বাঘকে রিংমাস্টার হয়ে বাঁদরনাচ নাচানো| এই তিনটি গুণই শাশ্বত বরদান পেয়েছে|
এবার প্রশ্ন হলো, যুগসাধক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরাধীকারি কি আমরা পেলাম? আমার উত্তর হলো, হ্যাঁ| আমরা যোগ্য উত্তরাধীকারি পেয়েছি| এবার সময়ের কঠিন এবং দীর্ঘ রাসায়নিক প্র্ক্রিয়ার মাধ্যমে তৈরী হবে সেই দুর্মূল্য হীরে যার অপেক্ষায় আছে গোটা বাংলা|
উপন্যাসঃ ঝমঝম
প্রকাশক ঃ পত্রভারতী
মূল্যঃ ১৫০ টাকা
প্রাপ্তিস্থানঃ পত্রভারতী আউটলেট ৩/১, কলেজ রো, কোলকাতাঃ ৭০০ ০০৯,
flipkart link: https://www.flipkart.com/jhom-jhom/p/itmerb6j32zyemvp
উপন্যাসঃ ঝমঝম
প্রকাশক ঃ পত্রভারতী
মূল্যঃ ১৫০ টাকা
প্রাপ্তিস্থানঃ পত্রভারতী আউটলেট ৩/১, কলেজ রো, কোলকাতাঃ ৭০০ ০০৯,
flipkart link: https://www.flipkart.com/jhom-jhom/p/itmerb6j32zyemvp
এমন একটা দিন যখন কষ্ট মনে বাসা বেঁধে আছে। তবুও আপনি পাঠক। ঈশ্বর। পাঠকের প্রতিক্রিয়া একমাত্র পাওয়ার।
ReplyDeleteযাঁর কথা আপনি উল্লেখ করলেন, তিনি আমার প্রাতঃস্মরণীয়। প্রণম্য। তাঁর ছায়ার বহু যোজন দূরেও আমার অবস্থান নিয়ে সংশয়ী। তবু যদি লেখা তাঁকে মনে করিয়ে দেয়, সে পরম প্রাপ্তি।
সময় যদি দায় দিয়ে কাজ করিয়ে নেন তবে হয়তো আরো হবে! সময়ের কাছে যেমন কৃতজ্ঞ, তেমনি আপনার মত পাঠকের কাছেও কৃতজ্ঞতা স্বীকার করি।