Skip to main content

শাশ্বত করের প্রথম উপন্যাস 'ঝমঝম- কিছু কথা


শাশ্বত করের প্রথম উপন্যাস 'ঝমঝম- কিছু কথা








সুব্রত বসু


কজন লেখকের সবচেয়ে বড়ো প্রাপ্তি হলো, সৎ পাঠকের প্রতিক্রিয়া। চেষ্টা করছি সঠিক মূল্যায়নের। একজন মানুষ কখনই একা নয়। প্রথমত তাঁর সমস্ত ঊর্ধতণ পুর্বপুরুষ তাঁর আত্মার আত্মীয়, তেনারা তাকে অন্ধকারে পথ দেখান, বুকে বল যোগান| দ্বিতীয়ত, আত্মার শেষলক্ষ্য হলো পরমাত্মায় মিলিত হওয়া। একথা আমার গুরু বলেছেন, তাঁর বিভিন্ন বইতে, একাধিকবার| আমার গুরুর লেখনিতে বারবার উঠে আসে নির্লোভ, মেরুদন্ডওলা মানুষদের গল্প, খালি হাতে নতুন জীবন গড়তে আসা মানুষদের গল্প| এই গল্প গুলো আমাদের প্রেরণা দেয়, বাঁচতে শেখায়। তিনি বারংবার বলেছেনঃ সমস্ত যন্ত্রশক্তির চেয়ে মানবশক্তি অনেক বেশী বলশালী। আমার গুরুর আর এক বিশেষত্ব হলো, ভাষার বাঘকে রিংমাস্টার হয়ে বাঁদরনাচ নাচানো| এই তিনটি গুণই শাশ্বত বরদান পেয়েছে|


এবার প্রশ্ন হলো, যুগসাধক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরাধীকারি কি আমরা পেলাম? আমার উত্তর হলো, হ্যাঁ| আমরা যোগ্য উত্তরাধীকারি পেয়েছি| এবার সময়ের কঠিন এবং দীর্ঘ রাসায়নিক প্র্ক্রিয়ার মাধ্যমে তৈরী হবে সেই দুর্মূল্য হীরে যার অপেক্ষায় আছে গোটা বাংলা|



উপন্যাসঃ ঝমঝম
প্রকাশক ঃ পত্রভারতী
মূল্যঃ ১৫০ টাকা
প্রাপ্তিস্থানঃ পত্রভারতী আউটলেট ৩/১, কলেজ রো, কোলকাতাঃ ৭০০ ০০৯, 
flipkart link: https://www.flipkart.com/jhom-jhom/p/itmerb6j32zyemvp

Comments

  1. এমন একটা দিন যখন কষ্ট মনে বাসা বেঁধে আছে। তবুও আপনি পাঠক। ঈশ্বর। পাঠকের প্রতিক্রিয়া একমাত্র পাওয়ার।

    যাঁর কথা আপনি উল্লেখ করলেন, তিনি আমার প্রাতঃস্মরণীয়। প্রণম্য। তাঁর ছায়ার বহু যোজন দূরেও আমার অবস্থান নিয়ে সংশয়ী। তবু যদি লেখা তাঁকে মনে করিয়ে দেয়, সে পরম প্রাপ্তি।
    সময় যদি দায় দিয়ে কাজ করিয়ে নেন তবে হয়তো আরো হবে! সময়ের কাছে যেমন কৃতজ্ঞ, তেমনি আপনার মত পাঠকের কাছেও কৃতজ্ঞতা স্বীকার করি।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

অহনা আলোর পথযাত্রী- এখানে থামবে না

   অহনা - The Light Within ওই শেষের কথাটিই ছবির সুর। মন ছোঁয়া সুর। লালন সাঁই এর গানে মায়াময় এক দৃশ্য মিশে যাচ্ছে। উত্তরণ। উত্তরণের অভিযাত্রা। মানুষের পরিচয় মানুষ। নারীবাদিতার ট্যাগ আঁটলে এ ছবির সাথে খানিক অনুচিত হবে বলেই এই সামান্য কলমচির অভিমত। কথা বলছিলাম প্রমিতা ভৌমিক লিখিত, পরিচালিত, প্রযোজিত ছবি 'অহনা' নিয়ে। অভিধান বলছে অহনা শব্দের অর্থ উষা, দিনের প্রারম্ভ, উজ্জ্বল। আর ছবি বলছে অহনার ভিতরের রাত কেটে ভোরের কাছে যাওয়ার গল্প। গল্প চেনা। আশপাশে তাকালে- আশপাশে কেন পরিবারে তাকালেই চোখে পড়বে এমন গল্প। গল্প বলা- স্পয়লার দেওয়া আমার কাজ না। কাজেই দিলাম না। কেবল এটুকু বলি অহনা সমাজের সংবেদনশীল এক মেয়ে। লেখক। লব্ধপ্রতিষ্ঠ লেখক। অধ্যাপক স্বামী, অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্বশুর আর কাজের মানুষ নিয়ে গোছানো সংসার তাঁর। অন্তত বাইরে থেকে তো তেমনই মনে করা যায়। খুব ভুলও নয়। না , এটা বলাই আমার ভুল হলো- সংসারের, পরিবারের ভিত যে পারস্পরিক শ্রদ্ধা- অহনা আর তাঁর অধ্যাপক বরের মধ্যে সেইটিরই অভাব। বড় অভাব। অভাবের কারণ অবশ্য লুকিয়ে শরীর ছুঁয়ে মনে। সমাজ ছুঁয়ে মনে। দ্বন্দ্ব ছুঁয়ে সম্পর্ক...

যুদ্ধ যুদ্ধ যুদ্ধ !

  স ত্যিই যুদ্ধ। যুদ্ধ বলে যুদ্ধ! চোখের সামনে যুদ্ধ, নায়কে খলনায়কে যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, গানে Gun-এ যুদ্ধ, কানে কানে যুদ্ধ, মনে মনে যুদ্ধ। ধিম ধুম ধাসুম গুদুম গাদুম - বোম পড়ছে, গ্রেনেড পড়ছে , বাড়ি উড়ছে, গাড়ি উল্টচ্ছে, গাড়ি গুঁতোচ্ছে , হেলিকপ্টার উড়ছে, জেট উড়ছে, জেড নিরাপত্তা বুড়ো আঙুল দেখছে, আঙুল চুষতে চুষতে চোর ঠেঙান ঠেঙাচ্ছে হিরো - সব কুছ আরামসে! আরি বাপরি বাপরি বাপ! ওয়ান ম্যান আর্মি - আরি বাপরি বাপরি বাপ!  পুরো বিনোদনের ক্যাপসুল! ক্যাপসুলে কি নেই? তিন ঘন্টার মধ্যে জগত দর্শন! ওরে বাপরে মার কাকে বলে? অবশ্য শুধু মার বললে ভুল হবে। প্রেমের জোয়ার আছে, প্রেমের জোয়ারে দোহার ভেসে যাওয়া আছে। স্পাই ভার্স বলে কথা- কাজেই সুন্দরী নায়িকার স্বল্প বসনে হাঁটাচলার আবেদন আছে, মনে ঢেউ তোলা নাচন আছে। আর সর্বোপরি- গ্রিক গড হৃত্বিক রোশনের নাচ আছে! আর কি চাই? দীপিকা?  পুরো ছবিটাতেই তো হৃতিক রোশন আর হৃতিক রোশন! অবশ্য এন. টি. আর. তাঁর কামাল দেখিয়েছেন। হৃতিকের পাশে নাচার সময় চোখে পড়ে এমন মানুষ বলিউডে এখনও খুব কমই আছেন। এন. টি. আর তাদের একজন। ছবিতে হৃতিকের সাথে প্রায় সমান...

গৃহপ্রবেশ- ভালোবাসার ঘর দুয়ার

 শাশ্বত কর  গরম কোন পর্যায়ে সে তো আর বলা না বলার ধার ধরে না। ঘামে ঘামে বাসে ট্রামে সবাই টের পাচ্ছে। একটা কাজে বেরিয়েছিলাম। হঠাৎ করে ঘণ্টা চারেকের অবসর পেয়ে গেলাম। অবসর বটে কিন্তু চাআআর ঘণ্টা এই তুমুল রোদে করি কী? সময় বদলেছে। এমন প্রখর দাবদাহে পথিক কি খুঁজতেন? খানিক গাছের ছায়া, তৃষ্ণার জল- এই তো!  আমার কাঁধের ব্যাগে জল, নাকের ডগায় মাস্ক, মাথায় কপালে রোদ্দুরের তেজে গলন্ত স্বেদ। মাথা চিড়বিড় করছে, পেতে ছুঁচো না হোক কেউ তো ডন দিচ্ছে। এই তুমুল আলোয় সত্যি সত্যি চোখে ঝিলমিল লেগে যাচেছ। সামনে অজস্র খাবারের দোকান, চায়ের দোকান। সেসব ছেড়ে পার্কের বেঞ্চিতে বসে খোলা মাঠ দেখে সময় কাটাব ভাবছিলাম। চোখে মুখে রোদেল হাওয়ার কঠিন চুম্বনএর ঠেলায় সইলো না! বেরিয়ে এলাম। দক্ষিণ কলকাতার ফুটপাথ। গাছের ছায়ার অভাব নেই, অভাব নেই রোদের দীর্ঘশ্বাসেরও! খানিক উদভ্রান্ত পায়চারির মধ্যেই মরূদ্যানের মত একটা সিনেমা হল। আর পায় কে? টিকেট উইন্ডোতে টিকিটের দাম দেখে খানিক আশ্বস্ত হলাম। এখনো ১১২ টাকায় সিনেমা দেখা যেতে পারে !এই দুপুর রোদে ১১২ টাকায় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসার আরাম। এই ভয়ঙ্কর আশ্র...