Featured Post

বর্ষ শেষ, থার্মোডিনামিক্সের প্রথম সূত্র আর সাধারণ জীবন

  শাশ্বত কর       বর্ষশেষের সূর্য অস্ত যাচ্ছে। শীত তো পড়েছে। লাল সোয়েটার, মোজা, মাঙ্কিক্যাপে জুবুথুবু বৃদ্ধ সূর্য অস্ত যাচ্ছেন। যা...

Saturday, March 25, 2017

‘ঝমঝম’- একটি সুন্দর সুখপাঠ্য বই

ঝমঝম’- একটি সুন্দর সুখপাঠ্য বই
মিতা চক্রবর্ত্তী



মিতা চক্রবর্ত্তী, পাশে ছাত্র স্যমন্তক
মঝমএকটি সুন্দর সুখপাঠ্য বই ছোট ছোট অধ্যায়গুলি আদতে প্রায় স্বয়ং সম্পূর্ণ গল্প  এই ছোট ছোট গল্পকে সুতোয় বেঁধে যে মূল কাহিনি বিন্যাস তা আগাগোড়া মনকে আকর্ষণ করে বইটির মুখবন্ধে (‘গপ্প শুরুর আগে’) লেখক বলেছেন যে তারমাথার ভিতরে যে কাহিনি জাল বুনেছিল তাকে তিনি খাতায় কলমেএবং অক্ষরে রূপ দিয়েছেন বইটি পড়া শেষ করে উপলব্ধি করা যায় লেখকের কাহিনির জাল যথেষ্ট শক্তিশালী

                              কল্পবিজ্ঞানের সাথে নেট প্রযুক্তির তথ্য ও বিজ্ঞানের বিভিন্ন শাখার অপূর্ব সুন্দর মিশেল ও সহজ সরল ভাষায় তার বিবরণ পাঠকের কল্পনাকে উজ্জীবিত করে এর সাথে গ্রাম ও গ্রামের মানুষজন, তাদের সুখ দুঃখ যেন আমাদের চারপাশে রোজকার দেখা রোজনামচা

কাহিনির যে মূল চরিত্রবাবিন’, তার হাত ধরে নানা চমকদার, অনুভূতিশীল সব ঘটনার মধ্য দিয়ে পাঠক একটি শাশ্বত সত্যে উপনীত হয় এই সত্যটি হল ভালবাসা মনুষ্যত্ব

ঝমঝমবইটি শুধুমাত্র ছোটদের নয়, সমানভাবে বড়দেরও অবশ্যপাঠ্য বই বইয়ের প্রচ্ছদচিত্রটি সাদাসিধে কিন্তু খুব মনকাড়া সহজ সাবলীল সুন্দর ভাষায় লেখা এই মজাদার বইটি পাঠককে উপহার দেবার জন্য লেখককে জানাই আন্তরিক ধন্যবাদ

                                                                                   

                                                                   …… মিতা চক্রবর্ত্তী
                                                                            শিক্ষিকা
                                                                            দ্য আরিয়ান স্কুল
                                                          

উপন্যাসঃ ঝমঝম
প্রকাশক ঃ পত্রভারতী
মূল্যঃ ১৫০ টাকা

প্রাপ্তিস্থানঃ পত্রভারতী আউটলেট ৩/১, কলেজ রো, কোলকাতাঃ ৭০০ ০০৯, 
                টি.এন.বুক স্টল, দমদম ১ নং প্ল্যাটফর্ম, সাবওয়ের পাশে

                ধ্যানবিন্দু, কলেজ স্কোয়ার

No comments:

Post a Comment