সত্যিই যুদ্ধ। যুদ্ধ বলে যুদ্ধ! চোখের সামনে যুদ্ধ, নায়কে খলনায়কে যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, গানে Gun-এ যুদ্ধ, কানে কানে যুদ্ধ, মনে মনে যুদ্ধ। ধিম ধুম ধাসুম গুদুম গাদুম - বোম পড়ছে, গ্রেনেড পড়ছে , বাড়ি উড়ছে, গাড়ি উল্টচ্ছে, গাড়ি গুঁতোচ্ছে , হেলিকপ্টার উড়ছে, জেট উড়ছে, জেড নিরাপত্তা বুড়ো আঙুল দেখছে, আঙুল চুষতে চুষতে চোর ঠেঙান ঠেঙাচ্ছে হিরো - সব কুছ আরামসে! আরি বাপরি বাপরি বাপ! ওয়ান ম্যান আর্মি - আরি বাপরি বাপরি বাপ!
পুরো বিনোদনের ক্যাপসুল! ক্যাপসুলে কি নেই? তিন ঘন্টার মধ্যে জগত দর্শন! ওরে বাপরে মার কাকে বলে? অবশ্য শুধু মার বললে ভুল হবে। প্রেমের জোয়ার আছে, প্রেমের জোয়ারে দোহার ভেসে যাওয়া আছে। স্পাই ভার্স বলে কথা- কাজেই সুন্দরী নায়িকার স্বল্প বসনে হাঁটাচলার আবেদন আছে, মনে ঢেউ তোলা নাচন আছে। আর সর্বোপরি- গ্রিক গড হৃত্বিক রোশনের নাচ আছে! আর কি চাই? দীপিকা?
পুরো ছবিটাতেই তো হৃতিক রোশন আর হৃতিক রোশন! অবশ্য এন. টি. আর. তাঁর কামাল দেখিয়েছেন। হৃতিকের পাশে নাচার সময় চোখে পড়ে এমন মানুষ বলিউডে এখনও খুব কমই আছেন। এন. টি. আর তাদের একজন। ছবিতে হৃতিকের সাথে প্রায় সমানে সমানে জুঝে গেছেন। ছবিটা যাকে বলে একেবারে পারফেক্ট মশালা মুভি। সবকিছু একেবারে সঠিক অনুপানে মিশে আড়াই ঘণ্টার সুস্বাদু মিশ্রণ তৈরি হয়েছে। পারফেক্ট বলিউডি ঘরানায় তৈরি ছবি। একেবারে রাস্তা থেকে শুরু হওয়া বন্ধুত্ব থেকে বিছড় যানা, বিছড় যানে কে বাদ আপনি আপনি দুনিয়া বাসানা! তারপর? তারপর? তারপর হৃদয়ের দুনিয়া কাঁপানো এজেন্ট! উরিবাবা!
গল্পে গরু গাছে ওঠে শুনেছেন তো? এখানে গাছে না- এরোপ্লেনে ওঠে! এরোপ্লেনের মাথায় চড়ে দমাদ্দম মারামারি করে! সত্যি বলছি, খারাপ লাগে না বরং ভালই লাগে! লার্জার দান লাইফ কথাটা খুব ক্লিশে হয়ে গেছে হয়তো, তবু এক্ষেত্রে এটা বলাই যায়, সত্যি কি বললে খানিক কম বলাই হয়। কয়েক আলোকবর্ষ দূরের লাইফ আমাদের সাধারণ বেঁচে বত্তে থাকা থেকে- উরি বাবা! ভালই লাগে! আমাদের এখন বুক বাজিয়ে ঘাড় উঁচু করার সময়, জানলেন ? আমরা অনায়াসে এবার বুক বাজিয়ে বলতে পারি- তোমাদের র্যাম্বো আছে, তোমাদের বন্ড আছে - কিন্তু বাপু হে আমাদেরও কম নেই। আমাদের টাইগার আছে, পাঠান আছে, কবীর আছে এখন আবার রঘুও আছে।
এমন সিনেমার গপ্প যেমন হওয়ার তেমনই। অভিনয় যেমন হওয়ার তেমনই। টুইস্ট যেমন হওয়ার তেমনই। নায়িকা যেমন হওয়ার তার থেকেও মিষ্টি। আহা, নায়ককে পেদাচ্ছে - তাও কী মিষ্টি কত মিষ্টি! আর যখন নায়িকা সুলভ বিভঙ্গে - উরিবাবা! হে ক্ষণ তুমি স্লো মোতে চলো!
বলিউডি ছবি বলে একেবারে আগমার্কা ফর্মুলা মেনে এক্সট্রা একটা বন্ধুত্ব আছে। জমাট বন্ধুত্ব! কেবল "বহোত ইয়ারানা লাগতা হ্যায়" বলার মত বাঘা ভিলেন নেই। কূটনৈতিক ভিলেন অ্যাসোসিয়েশন আছে, তাও সে আবার মেঘনাদের মতো মেঘের আড়ালে থেকে প্ল্যান প্রোগ্রাম করে।
সে যাই হোক, হিরোটি যখন হৃতিক রোশন, তখন জমে যাওয়ার মতো, সিটি দেওয়ার মতো, নেচে ওঠার মত অজস্র মুহূর্ত আছে (নেকড়ে বাঘ কি না মজে যায় ও চোখের জাদু দেখে তো আমার মতো পাতি দর্শক আর কী!) , পরিচালক যখন অয়ন মুখার্জী তখন জমে যাওয়ার মতো বাঁধন আছে।
সবচেয়ে বড় কথা ভিড় আছে। সবচেয়ে বড় কথা জনগণের ভালো লাগছে। বহুদিন বাদে থিয়েটার এমন ফুলহাউস দেখলাম। লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে দেখলাম। লাইন দিয়ে ঢুকতে দেখলাম। ভালো লাগলো।
মাঝেমধ্যে এমন কিছু না ভেবে কেবল শব্দে আলোয় আর রূপকথায় মেতে যেতে ভালই লাগে। রূপকথা বললাম বলে আবার ভুল ধরবেননি যেন। সময় বদলেছে যখন রূপকথাও ইট্টু বদলাবে তো নাকি? রাজপুত্তুর কোটালপুত্তুর অ্যাখনও তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে নাকি? বাজুকা চলবে না? বরফের গুহায় মারামারি হবে না? ফের শিবকাশির বাজি ফাটবে না? আর নায়িকার মায়া ভরা মার্জার হন্টন? সে ও কি হবে না? বুকে শিরশির হাওয়া বইবে না?
তাইলে কি খাড়াইলো? রূপকথা হইল কি না?
এক্কেরে জমজমাট রূপকথা - গপ্পের শেষে যেখানে নোটে গাছটি মুড়োয় না, বরং নতুন গাছে নতুন নতুন ফুল ফোটানোর সম্ভাবনা তৈরি করে।
না হলে উদ্বাহু হয়ে কেমন করে চিৎকার করে বলবেন বলুন তো - " এটা সিনেমা!"
- শাশ্বত কর
War 2
Running Time- 2 hours 50 minutes (approx)
Starring Hrithik Roshan, Kiara Advani, Jr. NTR, Ashutosh Rana
Writers- Aditya Chopra, Shridhar Raghavan, Abbas Tyrewala
Director - Ayan Mukherjee
Yashraj Films
Tags: War 2, War 2 Review, Yashraj Films
Comments
Post a Comment