Skip to main content

Posts

Showing posts from 2017

ঝমঝম- নিটোল অথচ নির্ভার একটি কাহিনি

                              ঝমঝম- নিটোল অথচ নির্ভার একটি কাহিনি                                   সুদিন চট্টোপাধ্যায় ছোটোদের জগৎ এখন আর ছড়া-ছবি, গল্প-গাঁথার একচ্ছত্র দখলে নেই। কেউ কেউ বলেন আধুনিকতার আগ্রাসনে শৈশব এখন লুপ্তপ্রায় । সেই ফাঁকা জায়গাটা ভরিয়ে তুলে হারানো দিনগুলোর মাধুর্য ও মায়াময়তা ফিরিয়ে দেওয়ার জন্যে স্নেহভাজন শাশ্বত কর কলম খুলে লিখে ফেলেছে 'ঝমঝম'। শাশ্বত'র কবিতা পড়েছি অনেক, স্বাদু গদ্যেও সে সমান সাবলীল , কিন্তু তার শিশু ও কিশোরভোগ্য ছমছমে, ঝমঝমে লেখা পড়লাম এই প্রথম এবং বলাই বাহুল্য আমাকেও ও শেষ পর্যন্ত টেনে নিয়ে গেলো ওর গল্পবলার যাদুতে।  নিটোল অথচ নির্ভার একটি কাহিনি, কতো বিচিত্র চরিত্রের যে আনাগোনা, সিন্দুক ভর্তি রহস্য আর তার খোঁজে পালং, পিড়িং, তিড়িং সকলে নাস্তানাবুদ । বিষাদ, সরলতা, কপট গাম্ভীর্য, হৈচৈ, হাসির উচ্ছ্বাস এমনই যে তা শেষ পর্যন্ত ঝমঝম সেলুনের গগন কাকাকেও হাসিতে ভাসিয়ে দেয়। শাশ্...

‘ঝমঝম’- একটি সুন্দর সুখপাঠ্য বই

‘ ঝমঝম ’- একটি সুন্দর সুখপাঠ্য বই মিতা চক্রবর্ত্তী মিতা চক্রবর্ত্তী, পাশে ছাত্র স্যমন্তক ‘ ঝ মঝম ’ একটি সুন্দর সুখপাঠ্য বই । ছোট ছোট অধ্যায়গুলি আদতে প্রায় স্বয়ং সম্পূর্ণ গল্প ।   এই ছোট ছোট গল্পকে সুতোয় বেঁধে যে মূল কাহিনি বিন্যাস তা আগাগোড়া মনকে আকর্ষণ করে । বইটির মুখবন্ধে (‘ গপ্প শুরুর আগে ’) লেখক বলেছেন যে তার ‘ মাথার ভিতরে যে কাহিনি জাল বুনেছিল তাকে তিনি খাতায় কলমে ’ এবং অক্ষরে রূপ দিয়েছেন । বইটি পড়া শেষ করে উপলব্ধি করা যায় লেখকের কাহিনির জাল যথেষ্ট শক্তিশালী ।                                কল্পবিজ্ঞানের সাথে নেট প্রযুক্তির তথ্য ও বিজ্ঞানের বিভিন্ন শাখার অপূর্ব সুন্দর মিশেল ও সহজ সরল ভাষায় তার বিবরণ পাঠকের কল্পনাকে উজ্জীবিত করে । এর সাথে গ্রাম ও গ্রামের মানুষজন , তাদের সুখ দুঃখ যেন আমাদের চারপাশে রোজকার দেখা রোজনামচা । কাহিনির যে মূল চরিত্র ‘ বাবিন ’, তার হাত ধরে নানা চমকদার , অনুভূতিশীল সব ঘটনার মধ্য দিয়ে পাঠক একটি শাশ্বত সত্যে উপনীত হয় । এই সত্যটি হল ভালবাসা ও ...

নাও টেনে নাও "ঝমঝম" একখানি

নাও টেনে নাও  "ঝমঝম" একখানি শমীক মুখার্জী গাংবেহালির নাম শুনেছ? খুব দূরে নয় কাছেই গগনবাবুর সেলুন সেথায় দিব্যি চালু আছে। ছোট্ট সে গাঁ আকৃতিতে রহস্যে সে মোড়া রূপকথারই মতন জানো নয় কথা মনগড়া। ঘটছে সেথায় কান্ড কেমন হচ্ছে কি কানাকানি? জানতে হলে নাও টেনে নাও "ঝমঝম" একখানি। ঝমঝম শাশ্বত কর এর প্রথম উপন্যাস।প্রকাশনা 'পত্রভারতী'।মানুষটাকে ব্যক্তিগত ভাবে চিনি বলে লেখাটা পড়ে ফেলার সখ ভিতরেই ছিলো। আর পড়ার পর স্যারের প্রতি ভালোবাসাটা আরো কয়েকগুন হয়ে গেল। প্রকৃতি,বিজ্ঞান,কল্পনা,ঐতিহ্য এবং বিশ্বাস এসমস্তের যে অদ্ভুত মিশেল ঘটেছে এই লেখায় তা মুগ্ধ করে দেয়।অমন গভীর,অমন অন্তরের কথা না ভালো লেগে যায়? গল্পের চলনের সাথে সাথে প্রকৃতি এবং সময়ের চলনের সম্বন্ধে লেখকের অনুভুতি এবং জ্ঞানের পর্দা যেভাবে সরতে সরতে যায়,তা পাঠক-পাঠিকার মন ছুঁতে বাধ্য। বড় ভালোলাগার আর কাছের হয়ে রইল 'ঝমঝম' আর তার চরিত্রেরা। অপেক্ষা নয়,পড়ে নাও/নে/নিন। ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। উপন্যাসঃ ঝমঝম প্রকাশক ঃ পত্রভারতী মূল্যঃ ১৫০ টাকা প্রাপ্তিস্থানঃ...

শাশ্বত করের প্রথম উপন্যাস 'ঝমঝম- কিছু কথা

শাশ্বত করের প্রথম উপন্যাস 'ঝমঝম- কিছু কথা সুব্রত বসু এ কজন লেখকের সবচেয়ে বড়ো প্রাপ্তি হলো, সৎ পাঠকের প্রতিক্রিয়া। চেষ্টা করছি সঠিক মূল্যায়নের। একজন মানুষ কখনই একা নয়। প্রথমত তাঁর সমস্ত ঊর্ধতণ পুর্বপুরুষ তাঁর আত্মার আত্মীয়, তেনারা তাকে অন্ধকারে পথ দেখান, বুকে বল যোগান| দ্বিতীয়ত, আত্মার শেষলক্ষ্য হলো পরমাত্মায় মিলিত হওয়া। একথা আমার গুরু বলেছেন, তাঁর বিভিন্ন বইতে, একাধিকবার| আমার গুরুর লেখনিতে বারবার উঠে আসে নির্লোভ, মেরুদন্ডওলা মানুষদের গল্প, খালি হাতে নতুন জীবন গড়তে আসা মানুষদের গল্প| এই গল্প গুলো আমাদের প্রেরণা দেয়, বাঁচতে  শেখায়। তিনি বারংবার বলেছেনঃ  সমস্ত যন্ত্রশক্তির চেয়ে মানবশক্তি অনেক বেশী বলশালী। আমার গুরুর আর এক বিশেষত্ব হলো, ভাষার বাঘকে রিংমাস্টার হয়ে বাঁদরনাচ নাচানো| এই তিনটি গুণই শাশ্বত বরদান পেয়েছে| এবার প্রশ্ন হলো, যুগসাধক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরাধীকারি কি আমরা পেলাম? আমার উত্তর হলো, হ্যাঁ| আমরা যোগ্য উত্তরাধীকারি পেয়েছি| এবার সময়ের কঠিন এবং দীর্ঘ রাসায়নিক প্র্ক্রিয়ার মাধ্যমে তৈরী হবে সেই দুর্মূল্য হী...